Logo

জুলাই সনদ বাস্তবায়নে অনড় এনসিপি, ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫১
9Shares
জুলাই সনদ বাস্তবায়নে অনড় এনসিপি, ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে একাধিক বৈঠক করলেও এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব দল খসড়া জমা দিলেও মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। এমনকি অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গেও সনদ ঘিরে বাকবিতণ্ডা দেখা গেছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগেই ঘোষণা দিয়েছিলেন, জুলাই সনদ কার্যকর না হলে দলটি কোনো নির্বাচনে অংশ নেবে না। একই অবস্থান স্পষ্ট করেছেন দলের অন্য নেতারাও।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, উচ্চকক্ষে পিআর ব্যবস্থার বিষয়ে প্রায় সব দল সম্মত হলেও বিএনপি ও কিছু দল নিম্নকক্ষের আসনসংখ্যার অনুপাতে প্রতিনিধি নির্বাচনের দাবি করছে। দ্বিতীয় দফার বৈঠকে কমিশনের আলোচিত ২০টি বিষয়ের মধ্যে সাতটিতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হলে আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হিসেবে হতে হবে। কিন্তু বিএনপি এটিকে রাজনৈতিক সমঝোতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে।

তবে এনসিপি জোর দিচ্ছে সনদকে আইনগত ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ওপর। আখতার হোসেন বলেন, বিএনপি চাইলে এখন থেকেই সনদ কার্যকর করা সম্ভব। কিন্তু তা নিয়ে দলটির নেতিবাচক মনোভাব থাকলে তা জাতির সঙ্গে প্রতারণা হবে।

আরিফুল ইসলাম আদীব আশা প্রকাশ করেন, বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করবে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করবে। তিনি বলেন, সনদের বেশিরভাগ বিষয়েই বিএনপি ইতোমধ্যে একমত হয়েছে। তাই এখনই এর আইনি ভিত্তি নিশ্চিত করে আগামী নির্বাচন সেই কাঠামোতে আয়োজন করতে হবে।

এনসিপি নেতারা আরও বলেন, নব্বইয়ের তিন দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় জনগণ হতাশ হয়েছিল। একই ভুল পুনরাবৃত্তি ঠেকাতে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। অন্যথায় রাজপথে নামতে বাধ্য হবে এনসিপি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD