সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার মাজার জিয়ারতে খালেদা জিয়া

শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারতে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক বেগম খালেদা জিয়া।
বিজ্ঞাপন
বুধবার (০৮ অক্টোবর) রাত ১০টা ৩০মিনিটের দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়েছেন তিনি।
আরও পড়ুন: শহিদুল আলমকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জামায়াতের
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপির স্হায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে আপনাদের অবহিত করেছি।
বিজ্ঞাপন
জানা গেছে, বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে কোরআন তেলওয়াত করবেন খালেদা জিয়া। এসময় শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন তিনি।