Logo

প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে সোমবার জামায়াতের বিক্ষোভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৫:২০
13Shares
প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে সোমবার জামায়াতের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

প্রশাসনে দলীয়করণের অভিযোগ ও সর্বস্তরে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রবিবার দুপুরে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। এ সময় কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।

এদিকে, একই দাবিতে একাধিক দফায় আলাদা আলাদা কর্মসূচি পালনের পর এবার যুগপতভাবে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ সমমনাদের দলগুলো। নতুন এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে রবিবার দুপুর আড়াইটায় রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জামায়াত। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দল অংশ নেবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ নানা দাবিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি এবং জাগপার মতো দলগুলো আলাদাভাবে কর্মসূচি পালন করেছিল। তবে এবার তারা একমঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD