Logo

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে মাঠে নামবে এনসিপি: সারজিস

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
১৯ অক্টোবর, ২০২৫, ১৫:৫৭
14Shares
শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে মাঠে নামবে এনসিপি: সারজিস
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে বলে ঘোষণা দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি দলের প্রাপ্য প্রতীক দিতে সাহস না পেলে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমরা আইনজ্ঞদের সঙ্গে কথা বলে জেনেছি, এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো বাধা নেই। আমরা যখন দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছিলাম, তখনই এই প্রতীক চেয়েছিলাম। তবু কেন এখনো তালিকায় তা অন্তর্ভুক্ত করা হয়নি, সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতা।”

সারজিস আলম দৃঢ়ভাবে বলেন, “আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব। যদি আমাদের সঙ্গে অন্যায় করা হয়, আমরা তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি আরও বলেন, “যদি জুলাই সনদ কেবল নামকাওয়াস্তে একটি কাগজ হয়, তাহলে আমরা সেটি চাই না। আমরা চাই এর আইনগত ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা।”

বিজ্ঞাপন

দিনাজপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সোয়েবের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য আহনায়ক ডা. আব্দুল আহাদসহ জেলার ১৩টি উপজেলার নেতা-কর্মীরা। সভা শেষে লিফলেট বিতরণও করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD