Logo

জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৫:৩৮
9Shares
জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম
ছবি: সংগৃহীত

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করেছে। এ নিয়ে মোট ২৫টি রাজনৈতিক দল সনদে সই করেছে। রবিবার (১৯ অক্টোবর) সংসদ ভবনের এলডি হলে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সনদে স্বাক্ষর শেষে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, “বাহাত্তরের চার মূলনীতি থাকলে জুলাই সনদ পূর্ণতা পেত। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংশোধনের আশ্বাস পাওয়ার পর আমরা সনদে স্বাক্ষর করেছি। নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার বর্তমান সরকার গ্রহণ করেছে, তা বাস্তবায়নের দায়িত্ব সবার।”

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, “গণফোরাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নতুন রাষ্ট্র সংস্কারের সঙ্গে এই দলও জড়িত থাকবে। প্রতিটি রাজনৈতিক দলই জুলাই সনদের গুরুত্বপূর্ণ অংশীদার। এটি একক কমিশনের দলিল নয়, বরং সকলের রাজনৈতিক অঙ্গীকার। এ সময় এখনও সনদে স্বাক্ষর না করা দলগুলোকে দ্রুত সই করার আহ্বান জানাই।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, এখনও পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে স্বাক্ষর করেনি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD