Logo

শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৬:০৯
12Shares
শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক মেনে নেবে না বলে দৃঢ় অবস্থান জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের (ইসি) আচরণ ও কার্যক্রমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দেখা যাচ্ছে না।

রবিবার (১৯ অক্টোবর) প্রতীক পছন্দের শেষ দিনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন এনসিপি নেতা।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমাদের শাপলা প্রতীক ছাড়া কোনো বিকল্প নেই। ইসি এখনো শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত যুক্তি দেখাতে পারেনি। আমরা জোর দিয়ে বলছি, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক আমরা নেব না।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “ইসির কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা এক ধরনের প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। কীভাবে কিছু প্রতীক বিধিমালায় যুক্ত হলো আর শাপলা হলো না, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। তাদের সিদ্ধান্তগুলো একরকম চাপিয়ে দেওয়া হচ্ছে। কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নয়, অন্য কোথাও।”

তিনি আরও সতর্ক করেন, “স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিলে ইসির বর্তমান নেতৃত্বও সাবেক সিইসি নুরুল হুদার মতো পরিণতি ভোগ করবে।”

বিজ্ঞাপন

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই কমিশনের কর্মকাণ্ড দেখে আমরা নিশ্চিত, তারা একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের যোগ্য নয়। ইসি এখন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট এবং মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”

এদিকে, রবিবার ছিল এনসিপির জন্য প্রতীক নির্বাচনের শেষ দিন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এ সময়ের মধ্যে পছন্দের প্রতীক না জানালে ইসি নিজ সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক নির্ধারণ করবে।

বিজ্ঞাপন

তবে এনসিপি জানায়, তারা শাপলার সাতটি ডিজাইন জমা দিয়েছে এবং এর যেকোনো একটি ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD