জুলাই সনদ: সই করলেও বাস্তবায়নে আন্দোলনে জামায়াতসহ ৮ দল

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও জামায়াতে ইসলামীসহ আটটি দল সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামছে।
বিজ্ঞাপন
দলগুলো রবিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলন থেকে আগামীকাল সোমাবার (২০ অক্টোবর) রাজধানী ঢাকায়, আগামী শনিবার (২৫ অক্টোবর) সব বিভাগীয় শহরে, আগামী সোমবার (২৭ অক্টোবর) জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।
আটটি দলের পাঁচ দফা দাবিতে রয়েছে- জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট। পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, ‘ফ্যাসিস্ট’ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বিজ্ঞাপন
পাঁচ দাবিতে মাসখানেক ধরে যুগপৎ আন্দোলন করছে জামায়াতসহ সাতটি দল। এবার একমঞ্চ থেকে কর্মসূচি দেওয়া হলো। কর্মসূচি ঘোষণা করে আহমদ আবদুল কাদের বলেছেন, আগামী ২৭ অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ।
সনদ সইয়ের পর কেন কর্মসূচি?
বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টার সঙ্গে শুক্রবার (১৫ অক্টোবর) সনদে সই করে জামায়াত, ইসলামী আন্দোলন, দুই খেলাফত মজলিস। স্বাক্ষরের পর আন্দোলনে কেনো- প্রশ্নে গোলাম পরওয়ার বলেছেন, আমাদের স্পষ্ট বক্তব্য, যেসব সংস্কারে আমরা সবাই একমত, সে জন্য স্বাক্ষর করেছি। এখনও সনদ বাস্তবায়নের কাজ বাকি। তাই সনদকে আইনি ভিত্তি দিতে একটা গণভোট করতে হবে। তারপর জাতীয় নির্বাচন।
এ সময় জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, সাংবিধানিক আদেশ এবং গণভোট সনদে নেই। এর নিষ্পত্তি হতে হবে।
বিজ্ঞাপন
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার প্রধান প্রতিশ্রুতি দিয়েছে, ঐকমত্য কমিশন একমত হয়েছে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হবে। আট দল চায়, দ্রুত এই আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট করে আইনি ভিত্তি দিতে হবে।
বিএনপি সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের ধারণার বিরোধী। দলটি একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন চায়। গোলাম পরওয়ার বলেছেন, এর সঙ্গে দ্বিমত করেছি। একদিনে নির্বাচন এবং গণভোট হলে জটিলতা রয়েছে। জাতীয় নির্বাচনের কোনো ভোটকেন্দ্রে ছোটখাটো দুর্ঘটনা, হানাহানি, মারামারির ফলে ভোট বন্ধের ঘটনা ঘটলে গণভোট কেন্দ্রের কী দশা হবে, তা এখনও স্পষ্ট নয়।