Logo

‘দায়সারা নির্বাচন করলে অন্তর্বর্তী সরকারকে জুলাই যোদ্ধাদের মুখোমুখি হতে হবে’

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
১৯ অক্টোবর, ২০২৫, ২২:৫৬
23Shares
‘দায়সারা নির্বাচন করলে অন্তর্বর্তী সরকারকে জুলাই যোদ্ধাদের মুখোমুখি হতে হবে’
ছবি: সংগৃহীত

‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে এবং ‘জুলাই আন্দোলন’ ও গণহত্যার বিচার না করে যদি কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র একমুখী চিন্তা থেকে দায়সারা নির্বাচন করতে চায়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

এতে কোনো রাজনৈতিক দল লাগবে না। যেভাবে রাজনৈতিক দল ছাড়াই শেখ হাসিনা সরকারকে ছাত্রজনতা মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে, তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারকেও রাজনৈতিক দল ছাড়াই মুখোমুখি করবে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার বলে জানান তিনি।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর হোটেল তিলোত্তমায় জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা ও মহানগর সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে সিরিজ আকারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, অবশ্যই তা কলকাঠি নাড়া চক্রান্তের অংশ। সিরিজ আকারে গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অথচ এসব গুরুত্বপূর্ণ স্থানে ঘটার কোনো সুযোগ নেই। ফ্যাসিষ্টের অনেকেই অডিও এবং ভিডিওতে যুক্ত থেকে এসব ঘটনা ঘটানোর নির্দেশনা দিচ্ছে। যার কারণে এসব ঘটছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এ ব্যাপারে শক্তভাবে তদারকি করতে হবে। কঠোরভাবে এসব দমনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। তাহলে আগামী নির্বাচনে মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আস্থা পাবে।

তিনি বলেন, দেশের সকল রাজনৈতিক দল ‘জুলাই সনদে’র আইনগত ভিত্তি চায়। এনসিপিও ‘জুলাই সনদে’র আইনগত ভিত্তি চায়। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের ‘জুলাই সনদে’র কিছু ব্যাপারে দ্বিমত আছে। তারপরও রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদে’ সাক্ষর করেছে। রাজনৈতিক দলগুলোর দায়সারা সাক্ষরে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে সন্দেহ আছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ দেশের মানুষকে মুক্তি দিতে ‘জুলাই আন্দোলনে’ সামনে থেকে নেতৃত্ব দেওয়া দল এনসিপি। তাই এ দেশের মানুষ ‘জুলাই আকাঙ্ক্ষা’ নিয়ে এনসিপিকে দেখেছে। যতদিন এই জুলাই আকাঙ্ক্ষা মানুষের মাঝে থাকবে, ততদিন এনসিপির রাজনীতি এদেশের জন্য প্রাসঙ্গিক।

এর আগে সারজিস আলম জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা ও মহানগর সমন্বয় সভায় বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও রংপুর জেলা-মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেবি/এমএল/জেএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

‘দায়সারা নির্বাচন করলে অন্তর্বর্তী সরকারকে জুলাই যোদ্ধাদের মুখোমুখি হতে হবে’