Logo

‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা প্রয়োজন’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৯:৩২
4Shares
‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা প্রয়োজন’
ছবি প্রতিনিধি।

প্রকৌশলীরা কেবল অবকাঠামো নির্মাতা নন, বরং তারা একটি জাতির টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের অন্যতম চালিকাশক্তি — মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে প্রকৌশলীদের শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, সামাজিক দায়বদ্ধতাও থাকতে হবে। সরকার পরিচালনায় নীতি নির্ধারণ পর্যায়েও তাদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: জামায়াতের ‘পিআর আন্দোলন’ পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক এই আলোচনাসভাটি আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেন, পিইঞ্জ, যিনি বলেন, ‘প্রযুক্তি ও গণতন্ত্রের সমন্বয় ছাড়া কোন উন্নয়নই টেকসই হতে পারে না। প্রকৌশলীরা আজ শুধু সেতু বা ভবন নির্মাণ করছেন না, বরং তারা আগামী বাংলাদেশের নকশাও তৈরি করছেন।’

সভাপতিত্ব করেন এ্যাব-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মের প্রকৌশলীদের মধ্যে সামাজিক সচেতনতা ও নেতৃত্বের গুণ বিকাশে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

বিজ্ঞাপন

সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের আলোচনায় দক্ষ মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো খাতে দুর্নীতিমুক্ত কার্যক্রম, পরিবেশবান্ধব উন্নয়ন এবং প্রকৌশল শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে একটি খোলা আলোচনার মাধ্যমে উপস্থিত বাপাবিপ্রস- ডিপিডিসি ইউনিটের চেয়ারম্যান আনিছুর রহমানসহ প্রকৌশলীরা নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD