Logo

ঐকমত্য কমিশন ও সরকারের পদক্ষেপে হতাশ বিএনপি: সালাহউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৫, ২১:১১
26Shares
ঐকমত্য কমিশন ও সরকারের পদক্ষেপে হতাশ বিএনপি: সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমদ । ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি গভীর হতাশা প্রকাশ করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, কমিশন ও সরকারের পদক্ষেপগুলো বিএনপির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, গত ১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষরিত হয়েছে, তা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের সঙ্গে মেলে না। বলা হয়েছে ৪৮টি দফায় গণভোট হবে, অথচ আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। এতদিন ধরে আলোচনার উদ্দেশ্য কী ছিল, তা এখন প্রশ্নবিদ্ধ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঐকমত্যের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তা রক্ষা হয়নি। জুলাই সনদ এখন কার্যত অদৃশ্য। কমিশন ও কয়েকটি দলের প্রস্তাবই এখন সামনে রাখা হয়েছে। ফলে ঐকমত্য নয়, বরং জাতিতে বিভক্তি ও অনৈক্য তৈরি হচ্ছে। কমিশনের প্রকৃত উদ্দেশ্য কী, সেটিও স্পষ্ট নয়।

আরপিও ও জোটের প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, জোটভুক্ত দলগুলো আগে স্বাধীনভাবে নিজস্ব প্রতীকে বা জোটের প্রতীকে নির্বাচন করতে পারত। কিন্তু এখন বলা হচ্ছে, সবাইকে নিজেদের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমরা এমন পদক্ষেপে হতাশ।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের ভূমিকা যথাযথভাবে পালন করবে এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন বলেন, আমরা ঐকমত্য কমিশন ও সরকারের সাম্প্রতিক পদক্ষেপে হতাশ। এই প্রক্রিয়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পরিবর্তে অনিশ্চয়তা ও সন্দেহ তৈরি করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD