Logo

আসিফ নজরুলের বক্তব্যে ফ্যাসিস্ট শাসনের সুর: কায়সার কামাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৫, ২০:৫৪
35Shares
আসিফ নজরুলের বক্তব্যে ফ্যাসিস্ট শাসনের সুর: কায়সার কামাল
ছবি: সংগৃহীত

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিচার বিভাগ নিয়ে দেওয়া মন্তব্যে ফ্যাসিস্ট শাসনের সুর প্রতিফলিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কায়সার কামাল বলেন, একটি রাষ্ট্রের তিনটি প্রধান স্তম্ভের একটি হলো বিচার বিভাগ। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা জনসম্মুখে আনা ঠিক হয়নি। বিষয়টি প্রধান বিচারপতির কাছে প্রিভিলেজড কমিউনিকেশন আকারে উপস্থাপন করাই যুক্তিসঙ্গত হতো।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ধরনের সংবেদনশীল বক্তব্য প্রকাশ্যে দেওয়ার পেছনে অসৎ উদ্দেশ্য থাকতে পারে। বিচার বিভাগকে নিয়ে তির্যক মন্তব্য করা মোটেও শোভন নয়। বর্তমানে যখন প্রধান বিচারপতির নেতৃত্বে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ চলছে, তখন আইন উপদেষ্টার এমন মন্তব্য জুডিশিয়ারির স্বাধীনতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

বিএনপির এই নেতা দাবি করেন, আসিফ নজরুলের বক্তব্যে সেই ভাষা পাওয়া যায়, যেভাবে ফ্যাসিস্ট সরকারগুলো বিচার বিভাগ সম্পর্কে কথা বলত। এটি অত্যন্ত হতাশাজনক ও অগ্রহণযোগ্য।

বিজ্ঞাপন

তিনি পরামর্শ দেন, ভবিষ্যতে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলকে আরও দায়িত্বশীলভাবে কথা বলা উচিত। বিচার বিভাগ সংক্রান্ত কোনো বিষয়ে মন্তব্য করার আগে প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি আলোচনাই উত্তম হবে বলেও তিনি মত দেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD