Logo

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
রংপুর
২৯ অক্টোবর, ২০২৫, ১৮:৫৯
9Shares
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয়। তিনি দাবি করেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এগুলো সম্পন্ন না হলে নির্বাচনের আয়োজন অর্থহীন হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেলে বিভাগের আট জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশে নানা ধরনের সংকট তৈরি হয়েছে। পতিত স্বৈরাচার শক্তি আবারও ষড়যন্ত্রে লিপ্ত। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য অপরিহার্য। আমাদের নিজেদের মধ্যকার বিভেদ দূর করে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ যদি মনে করে এককভাবে নেতৃত্ব দিয়ে সরকার গঠন করা সম্ভব, সেটা হবে আত্মপ্রবঞ্চনা।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, জনগণের ন্যূনতম আকাঙ্ক্ষা, সংস্কার ও বিচারের দাবি উপেক্ষা করে কোনো নির্বাচন টিকবে না। টেকসই স্থিতিশীল পরিবর্তনের জন্য সংবিধান ও প্রশাসনিক কাঠামোয় কিছু মৌলিক সংস্কার আনতে হবে।

এনসিপি আহ্বায়ক বলেন, আমরা চাই দ্রুত নির্বাচন হোক, কিন্তু তার আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। যদি সরকারের পক্ষ থেকে গড়িমসি করা হয় বা জুলাই সনদ বাস্তবায়নে বাধা আসে, তাহলে সরকারকেই জনগণের মুখোমুখি হতে হবে।

নাহিদ ইসলাম মনে করেন, পুরোনো দলগুলো নিয়ে জনগণের অনীহা তৈরি হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট গ্রুপ দেশ থেকে বিতাড়িত। বিএনপির শাসনামলে দুর্নীতির সমালোচনা রয়েছে, জামায়াতও ঐতিহাসিক দায় এড়াতে পারে না। তাই কোনো জোটে গেলে নীতিগত ভিত্তি থাকতে হবে— যারা জুলাই সনদ, বিচার ও সংস্কারের পক্ষে, শুধু তাদের সঙ্গেই আলোচনা সম্ভব।

বিজ্ঞাপন

তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে। তবে ঐকমত্য কমিশনের দ্বিতীয় প্রস্তাব “একেবারেই গ্রহণযোগ্য নয়” বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

তার ভাষায়, আমরা প্রথম প্রস্তাবের পক্ষে আছি, তবে কিছু সংশোধন দরকার। জুলাই সনদের আদেশ কে জারি করবে— তা স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। প্রস্তাবে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আদেশ জারি করবে, আমরা সেটাই সমর্থন করি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদ যেন সংবিধান সংস্কারের দায়িত্ব পায়, সেটি নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ঐকমত্য কমিশনে বিএনপি বড় ধরনের সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছিল। যদিও জনগণের চাপের মুখে তারা পরে কিছুটা নরম হয়। এটি প্রমাণ করে, তারা এখনো সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিধায় রয়েছে।

এনসিপির আহ্বায়ক জুলাই সনদ বাস্তবায়ন, বিচারের রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, জেলা সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব ও মহানগর সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনাসহ দলীয় নেতৃবৃন্দ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD