Logo

বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে লড়বেন খালেদা জিয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৭:৩৫
21Shares
বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে লড়বেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, দীর্ঘ ১৬ বছর পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে। এ নির্বাচনকে সামনে রেখে প্রায় ২৩৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো প্রার্থী দেবে, সেখানে সমন্বয় করে প্রার্থী নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল বলেন, “আমরা মাঠপর্যায়ে জরিপ চালাচ্ছি, যাতে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী নির্বাচন করা যায়। জয়ী হওয়ার সম্ভাবনাই এখানে মুখ্য।”

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD