Logo

দেশবাসীকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, ২২:০৬
14Shares
দেশবাসীকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ধৈর্য, সতর্কতা ও জাতীয় ঐক্য বজায় রাখতে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক উত্তাপ, সামাজিক অস্থিরতা ও দীর্ঘ অনিশ্চয়তার প্রেক্ষাপটে ন্যায়বিচার, সত্য এবং জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো দেশ তখনই অগ্রসর হয়, যখন সেখানে বৈধতা, ন্যায়, স্বচ্ছতা ও জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায়। ব্যক্তিনির্ভর নয়, নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, আমাদের সংগ্রাম কারও বিরুদ্ধে নয়; আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে নাগরিকরা নিরাপদে মত প্রকাশ করতে পারবেন, যেখানে বিচার হবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন আসবে।

বিজ্ঞাপন

পোস্টের শেষে তিনি দেশবাসীকে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, শান্তি, ন্যায় ও জাতীয় পুনর্গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি দেশের জন্য কল্যাণ, সত্য ও ন্যায়ের পথ প্রার্থনা করেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD