Logo

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এ রায় মাইলফলক: সালাহউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, ১৭:৩৮
11Shares
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এ রায় মাইলফলক: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে ন্যায়বিচারের একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল আয়োজিত ‘বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর: একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক সেমিনারের শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এ রায় মাইলফলক। তিনি উল্লেখ করেন, অপরাধ বিবেচনায় সাজা যথেষ্ট না হলেও, ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট, স্বৈরাচারী বা একনায়ক হয়ে উঠতে চাইলে এ রায় একটি উদাহরণ হয়ে থাকবে।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, ক্ষমতা দখলে রাখুক—শেষ পর্যন্ত তাদেরও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই রায় ভবিষ্যতের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশে গুম, খুন, অপশাসন এবং বৈষম্যের পরিবেশ তৈরি করতে শেখ হাসিনা দায়ী। যদিও এই রায় সেই অপরাধের তুলনায় যথেষ্ট নয়, তবে এটি ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করলে তা রোধ করবে। কেউ যেন একনায়ক বা স্বৈরশাসক হয়ে উঠতে না পারে, তার জন্য এটি একটি নজির।

বিজ্ঞাপন

বিএনপি নেতা আশা প্রকাশ করেন, দেশের অন্যান্য মামলাতেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, সামনের দিনগুলোতে এই ধরনের রায় ভবিষ্যতের জন্য উদাহরণ হিসেবে থাকবে এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধা নিশ্চিত করবে।

সালাহউদ্দিন আহমেদের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে সরাসরি প্রতিক্রিয়া হিসেবে গণ্য করা হচ্ছে, যেখানে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দণ্ড কার্যকর করার প্রেক্ষাপটকে ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হিসেবে দেখানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD