শেখ হাসিনার উপযুক্ত বিচার মৃত্যুদণ্ডই: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডই ন্যায়বিচারের উপযুক্ত প্রতিফলন। রায় দ্রুত কার্যকর না হলে নিহতদের পরিবার ন্যায্য প্রতিকার পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার পর প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান।
আখতার হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকর হলেই প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সরকারকে অনুরোধ করছি—অতি দ্রুত এই মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা কেবল উসকানি দিয়েছেন তা নয়, বরং আদালতের রায়ে প্রমাণ হয়েছে তিনি সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন ও বাহিনীকে ব্যবহার করে মানুষ হত্যা করেছেন।
তিনি বলেন, যে নির্মমতার সঙ্গে মানুষ পুড়িয়ে মারা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে—এগুলো প্রমাণ করে তিনি একজন নৃশংস অপরাধী। এত বিপুল অপরাধের মধ্যে মাত্র কিছু অভিযোগের বিচার হয়েছে আজ। বাকি অপরাধগুলোর বিচারও একদিন হবেই।
ভিডিও বার্তায় আখতার ভারত সরকারের প্রতিও আহ্বান জানান। তার দাবি, ভারতকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া উচিত নয় এবং তাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার হাতে তুলে দিতে হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, রায় কার্যকর হলে এটি বিশ্বে নতুন নজির হবে। কোনো শাসক যেন আর কখনো গণহত্যার পথ বেছে নিতে সাহস না পায়।
এনসিপি নেতা আরও বলেন, শুধু রায় ঘোষণা নয়—রায় কার্যকর হলেই শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা অপেক্ষায় আছি। সরকারের প্রতি দাবি, দেরি না করে দ্রুততম সময়ের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।








