ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জনগণ: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জনগণ দেশের ভবিষ্যৎ গঠনের জন্য ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, জাতীয় ঐকমত্যের নামে সরকার কিছু অনৈক্য সৃষ্টির চেষ্টা করেছে, কিন্তু নির্বাচনের প্রক্রিয়াকে জনগণ ও দলের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর: একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের সর্বোচ্চ সার্বভৌমত্ব হলো জাতীয় সংসদ, যা ভোটের মাধ্যমে জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকে। জাতীয় সার্বভৌমত্ব কখনো কোনো আদেশ দিয়ে বাধ্য করা যায় না।
বিএনপি নেতা বলেন, জুলাই সনদে গণভোট সংক্রান্ত যে প্রশ্ন উঠেছে, তা এত জটিল যে পিএইচডি শিক্ষার্থীও তা পড়তে অনেক সময় নেবে।
তিনি আরও উল্লেখ করেন, দেশে আদেশ জারির কোনো প্রমাণসাপেক্ষ ইতিহাস নেই এবং ভবিষ্যতেও এর কোনো বৈধতা নেই। এ ধরনের পদক্ষেপ শুধু লিগ্যাল কৌশল তৈরি করার উদ্দেশ্য ছাড়া কিছু নয়।
বিজ্ঞাপন
সেমিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, আর সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক এম এ কাউসার, সদস্য সচিব অধ্যাপক ড. মহিউদ্দিন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আখতার হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান প্রমুখ।
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমেদের মন্তব্য অনুযায়ী, জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার অপেক্ষায় উন্মুখ, এবং দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।








