ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপি নেতারা

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। দুই পক্ষের আলোচনায় রাজনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলাপ হয়।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দলের নেতাদের এই সংক্ষিপ্ত বৈঠক এনসিপির কূটনৈতিক উপস্থিতি দৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক সম্পর্কের বিষয়েও কিছু সিগন্যাল প্রদান করতে পারে।








