Logo

দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতার আহ্বান তারেক রহমানের

profile picture
জনবাণী ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫৩
6Shares
দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতার আহ্বান তারেক রহমানের
তারেক রহমান | ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি জানান, শরিফ ওসমান হাদি পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন। এ নৃশংস ঘটনাকে তিনি তীব্র নিন্দা জানান। দুষ্কৃতকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে সরকারকে সহযোগিতা করুন আহ্বান জানন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ছাত্রদলসহ দলের সবস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান করছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন, যেন দুষ্কৃতকারীকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা যায়।

কর্মশালায় অংশ নিয়ে তিনি দেশ গড়ার লক্ষ্যে পরিকল্পিত ও সমন্বিত রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতাকে দুঃখজনক উল্লেখ করে নেতাকর্মীদের ধৈর্য ও সচেতনতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন তারেক রহমান।

উল্লেখ, শুক্রবার দুপুরে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD