Logo

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর, ২০২৫, ১৯:২২
7Shares
নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে কেউ যদি আবার নতুন করে ফ্যাসিবাদ বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, তাহলে এর যথাযথ জবাব খুব দ্রুতই পেয়ে যাবেন।

বিজ্ঞাপন

জনগণ সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে; কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে এসে এসব কথা বলেন জামায়াত প্রধান।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, যারা এই হত্যাচেষ্টা চালিয়েছে, যারা গুলি করেছে- তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এ ব্যাপারে কোনো ধরনের ঢিলেমি বরদাস্ত করা হবে না। সরকার যেন আন্তরিকভাবে দায়িত্ব পালন করে- সেটা আমরা দেখতে চাই।

তিনি বলেন, চিকিৎসকসহ তার পরিবার-স্বজনদের সঙ্গে কথা হয়েছে। ঘটনাটি আমাদের স্তম্ভিত, বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। যে কাপুরুষরা এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই। দ্রুত তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মেসেজটা খুব ক্লিয়ার- এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না। আমরাও কোনো গুলির তোয়াক্কা করি না।

ডা, শফিকুর রহমান হাদির জন্য সবার দোয়া কামনা করে বলেন, তার অবস্থা খুবই সংকটাপন্ন। সে যেন দ্রুত সুস্থ হয়ে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সঙ্গে শরিক হতে পারেন- আল্লাহর কাছে সে দোয়া করছি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD