Logo

হাদি ভাইয়ের দাফন ঢাকাতেই হবে: রাফে সালমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৫, ১৭:২৩
7Shares
হাদি ভাইয়ের দাফন ঢাকাতেই হবে: রাফে সালমান
ছবি: সংগৃহীত

আততায়ীর গুলিতে নিহত জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন ঢাকাতেই হবে বলে জানিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।

রাফে সালমান রিফাত লিখেছেন, ‘দুয়েকটা মিডিয়া প্রচার করছেন যে, হাদি ভাইয়ের দাফন তার গ্রামের বাড়িতে হবে। এতটুকু নিশ্চিত করছি যে, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের মোকাবেলায় জাতীয় আইকন আমাদের হাদি ভাইয়ের দাফন ঢাকাতেই হবে। কেউ বিভ্রান্ত হবেন না।’

এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে মরদেহ নিয়ে যাত্রা শুরু করেছে একটি ফ্লাইট।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD