Logo

যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে ততবারই বিএনপি টেনে তুলেছে: টুকু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ১৮:০৫
6Shares
যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে ততবারই বিএনপি টেনে তুলেছে: টুকু
ছবি: সংগৃহীত

বাংলাদেশে যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবারই বিএনপি তা পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিজ্ঞাপন

শনিবার (২০ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের জন্যই রাজনীতি। জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনীতি করা যায় না। একটি দেশ শাসন করা যায়, কিন্তু গণতন্ত্রকে লালন না করলে দেশ সঠিক পথে চলতে পারে না। গণতন্ত্রকে ধারণ করতে পারলেই বাংলাদেশ সঠিক ট্র্যাকে চলবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি একমাত্র দল, জনগনকে সঙ্গে নিয়ে সকল সময়ে গণতন্ত্র রক্ষায় নেতৃত্ব দিয়েছে। 

বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতা যুদ্ধে মুল অবদান রেখেছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। 

বিজ্ঞাপন

জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান খান শামিম প্রমুখ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD