খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ দল, হাসপাতালে ভিড় ও অশ্রুসিক্ত মুহূর্ত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে নেতাকর্মীদের মধ্যে নেমে আসে গভীর শোক। মঙ্গলবার ভোরে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হন দলটির অসংখ্য নেতাকর্মী ও সমর্থক। প্রিয় নেত্রীকে হারানোর বেদনায় সেখানে আবেগঘন ও অশ্রুসিক্ত পরিবেশের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক
এর আগে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন এবং একই সঙ্গে আরও কিছু জটিলতায় ভুগছিলেন।
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে উপস্থিত অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। নেত্রীকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে ভোর থেকেই হাসপাতাল চত্বরে ভিড় জমাতে থাকেন দলীয় নেতাকর্মীরা।








