Logo

নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তি, এনসিপি জানিয়েছে বিস্তারিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারী, ২০২৬, ১৩:৪৮
9Shares
নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তি, এনসিপি জানিয়েছে বিস্তারিত
নাহিদ ইসলাম । ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী হলফনামাকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে তার ৩২ লক্ষ টাকার মোট সম্পত্তি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

দলের যুগ্ম সদস্য সচিব তামীম আহমেদ জানান, নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে সাত মাস কাজ করার সময় মাসিক গড়ে ১ লাখ ৬৫ হাজার টাকা আয় করেছেন। এই সময়ে তার মোট আয় ছিল ১১ লক্ষ ৩৬ হাজার ৭৯ টাকা। পরবর্তীতে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে মাসিক এক লাখ টাকায় কাজ শুরু করেন।

এই হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে উপদেষ্টা এবং পরামর্শক পেশার মাধ্যমে তার মোট আয় দাঁড়ায় ১৬ লক্ষ টাকা। এ আয়ের উপর তিনি ১ লক্ষ ১৩ হাজার ২৭৪ টাকা আয়কর পরিশোধ করেছেন। এই তথ্য তার আয়কর রিটার্নেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনী হলফনামায় নাহিদ ইসলামের মোট সম্পত্তি ৩২,১৬,১২২ টাকা দেখানো হয়েছে। এর মধ্যে তার উপদেষ্টা ও পরামর্শক পদ থেকে অর্জিত অর্থ, হাতে থাকা নগদ, পূর্বের সঞ্চয়, বিভিন্ন অনুষ্ঠান ও বিয়েতে প্রাপ্ত আর্থিক উপহার এবং স্বর্ণালংকারের বাজারমূল্য অন্তর্ভুক্ত।

তামীম আহমেদ আরও বলেন, নির্বাচনী হলফনামায় নাহিদ ইসলামের পেশা শিক্ষকতা হিসাবে দেখানো হয়নি। বরং তার বর্তমান পেশা হিসেবে পরামর্শক এবং পূর্বতন পেশা হিসেবে সরকারের উপদেষ্টা পদই উল্লেখ আছে।

বিজ্ঞাপন

হলফনামা অনুযায়ী, নাহিদ ইসলামের একমাত্র সোনালী ব্যাংক একাউন্টে তার বর্তমান জমা ৩,৮৫,৩৬৩ টাকা ৫৭ পয়সা। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ২৮ ডিসেম্বর সিটি ব্যাংকে একটি নতুন একাউন্ট খোলা হয়েছে। এছাড়া তার আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD