Logo

গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৬, ১৪:৫৭
গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষ ধীরে ধীরে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরশাসনের সময় যারা সন্তান, স্বামী কিংবা আপনজন হারিয়েছেন—সেসব পরিবার আজও অপূরণীয় ক্ষতির ভার বহন করছে, যাদের দুঃখ লাঘব করার মতো কোনো ভাষা বা সান্ত্বনা যথেষ্ট নয়।

বিজ্ঞাপন

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গুম-খুন ও রাজনৈতিক নিপীড়নের শিকার পরিবারগুলোর সম্মানে এ সভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। অতীতে যারা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের দায় রাষ্ট্র কখনোই এড়াতে পারে না। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে এসব শহীদদের স্মরণে দেশের বিভিন্ন সড়কের নামকরণ করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে, যাতে কোনো অপশক্তি নতুন করে ষড়যন্ত্র করতে না পারে। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

সভায় গুম ও রাজনৈতিক নিপীড়নের শিকার পরিবারের সদস্যদের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, অতীতের অন্যায়ের বিচার নিশ্চিত না হলে রাষ্ট্র ও সমাজ কখনোই প্রকৃত শান্তির পথে এগোতে পারবে না।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD