Logo

ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন ১০ নেতাকর্মী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৬, ১৪:৩১
ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন ১০ নেতাকর্মী
ছবি: সংগৃহীত

রাজধানীর দাসেরকান্দি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ১০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন।

বিজ্ঞাপন

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড (দাসেরকান্দি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গাজী নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আক্তার হোসেন এবং কাজী খালেদ হোসেনসহ মোট ১০ জন নেতাকর্মী।

দাসেরকান্দিতে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা–৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা জামায়াতের আমির মাওলানা মাহমুদুর রহমান। এ সময় বক্তারা নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

নেতারা আশা প্রকাশ করেন, নতুন যোগদানকারীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবেন এবং আদর্শিক রাজনীতির বিস্তারে অবদান রাখবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD