রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক জামায়াতের

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও জোটগত সমঝোতা নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিজ্ঞাপন
দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে আসনভিত্তিক সমঝোতা ও জোট রাজনীতির অগ্রগতি পর্যালোচনাই বৈঠকের মূল আলোচ্য বিষয়। এর আগে গত ১৫ জানুয়ারি রাতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ১০টি দল ২৫৩টি আসনে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেয় জামায়াত। সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলেও জানানো হয়েছিল।
বিজ্ঞাপন
তবে পরদিন শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের অসহযোগিতার অভিযোগ তোলে এবং ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। পাশাপাশি বাকি ৩২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টি ছাড়া সমমনা অন্যান্য দলের প্রার্থীদের সমর্থনের কথাও জানায় দলটি।
এই প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতির পরবর্তী করণীয় নির্ধারণ এবং জোটগত অবস্থান স্পষ্ট করতেই জামায়াতের এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।








