ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বসে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বিজ্ঞাপন
রবিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বঘোষিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও’ কর্মসূচি পালন করতে গিয়ে আগারগাঁওয়ে ইসির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন থানার বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির শুরুতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নির্বাচন কমিশন ভবনের সামনে উপস্থিত হন।
বিজ্ঞাপন
এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ব্যালট পেপারসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। দায়িত্ব নেওয়ার পর থেকেই কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে জোরপূর্বক বিভিন্ন সিদ্ধান্ত পরিবর্তন করছে।
তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিরা নিয়মিতভাবে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছে। তাদের নির্বাচন কমিশন বা সচিবালয়ে কোনো আনুষ্ঠানিক কাজ না থাকলেও সেখানে অবাধ যাতায়াতের মাধ্যমে তারা প্রভাব বিস্তার করছে।
বিজ্ঞাপন
রাকিব আরও বলেন, আমরা আজ এখানে জবাবদিহিতা নিশ্চিত করতে এসেছি। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয়, তাহলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
কর্মসূচি চলাকালে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।








