ফুলের তোড়ায় প্রধান উপদেষ্টাকে শুভকামনা জানালেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে শুভেচ্ছা বার্তায় যুক্ত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবং সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার কাছে ফুলের তোড়াটি হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়। রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের পর এই সৌজন্যমূলক শুভেচ্ছাকে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।








