Logo

শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পকে ছাড়ালেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৬, ১৩:২১
শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পকে ছাড়ালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার প্রভাব ও কনটেন্ট ঘিরে আগ্রহের দিক থেকে নতুন এক মাইলফলকে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম সোশ্যাল ব্লেড প্রকাশিত ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোশ্যাল ব্লেডের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ‘টপ হান্ড্রেড ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ সূচকে তারেক রহমানের অবস্থান ৬৩তম। ফেসবুকে তাকে কেন্দ্র করে প্রকাশিত কনটেন্ট, আলোচনা ও পোস্টের সংখ্যার ভিত্তিতে এই র‍্যাংকিং নির্ধারণ করা হয়েছে।

এই তালিকায় তারেক রহমান অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে। সোশ্যাল ব্লেডের তালিকায় ট্রাম্পের অবস্থান ৬৭ নম্বরে।

বিজ্ঞাপন

সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, এখানে ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে শুধুমাত্র যারা নিজেরা নিয়মিত কনটেন্ট প্রকাশ করেন, এমন ব্যক্তিদের বোঝানো হয় না। বরং যেসব ব্যক্তিকে ঘিরে ফেসবুকে সর্বাধিক পোস্ট, আলোচনা, সংবাদ, ভিডিও ও বিভিন্ন পেজ থেকে কনটেন্ট তৈরি হয়— সেগুলোকেও এই বিশ্লেষণের আওতায় আনা হয়। অর্থাৎ, ব্যক্তি হিসেবে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকাটাই এখানে মূল বিবেচ্য।

বিশ্লেষকদের মতে, এই তালিকায় স্থান পাওয়ার মাধ্যমে তারেক রহমান এখন বিশ্বব্যাপী আলোচিত রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রভাব যে ক্রমেই বিস্তৃত হচ্ছে, এই র‍্যাংকিং তারই একটি প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD