জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাগুলোর প্রতিবাদ জানাতে এবং দলীয় অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।








