Logo

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পৌঁছালেন তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
২৯ জানুয়ারি, ২০২৬, ১৩:৪৪
দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পৌঁছালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে পা রাখেন। দুপুর সোয়া ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে তাকে রাজশাহীতে পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

বিমানবন্দর থেকে সরাসরি সড়কপথে শহরের উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। দুপুর দেড়টায় তিনি হযরত শাহ মখদুম (রহ.) এর পবিত্র মাজার জিয়ারত করবেন। বেলা ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এই সমাবেশে রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরাও অংশ নেন।

এরপর বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। সেখানে জয়পুরহাটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। নওগাঁ থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন। রাত সাড়ে ৮টায় হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল থেকেই মাদ্রাসা ময়দানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নির্বাচনী সমাবেশ শুরু হয়। রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন এলাকা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হন। মানুষের ঢলে ময়দান ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মিছিল ও সমাবেশে বিভিন্ন ধরনের স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পরিবেশ মুখরিত থাকে। সংসদ সদস্য প্রার্থীদের বড় বহর ময়দানে প্রবেশ করলে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। বিপুল মানুষের উপস্থিতির কারণে আশপাশের সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। অনেক অংশগ্রহণকারী উঁচু দেয়াল ও স্থাপনার ওপর উঠে নেতা দেখার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবি সতর্ক অবস্থানে থাকে। সভামঞ্চের প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয় এবং আকাশে ড্রোন উড়িয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD