এবার সবুজ বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১০ এলাকায় দলীয় কার্যালয় ও একটি মাল্টিমিডিয়া প্রচার বাসের উদ্বোধনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের সম্পদ ও সম্মান রক্ষায় যোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে। আগামী ১২ তারিখের ভোটকে সামনে রেখে তিনি জনগণের প্রতি সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান দাবি করেন, দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশা করছে এবং তার দল জনগণের বিজয় নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, জনগণের সমর্থন পেলে দেশ নতুন ধারায় এগিয়ে যাবে।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে তিনি শেরপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে তিনি ঢাকা-১৫ আসনের ভোটারদের কাছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।








