Logo

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৪:৩১
সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পডকাস্টে অংশগ্রহণ করে দেশের জন্য তার পরিকল্পনা, অঙ্গীকার ও রূপকল্প উপস্থাপন করবেন। এই পডকাস্টটি সম্প্রচারিত হবে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিজ্ঞাপন

প্রথাগত রাজনৈতিক মঞ্চকে ছাড়িয়ে পডকাস্টের মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ করবেন তারেক রহমান। এতে কোনো উপস্থাপক থাকবেন না; নিজের মুখেই তিনি দেশের শিক্ষা, কৃষি ও অর্থনীতির পুনর্জাগরণসহ সুদূরপ্রসারী পরিকল্পনা তুলে ধরবেন।

বিএনপি চেয়ারম্যান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয়ে তিনি আগামীর জন্য স্বপ্নীল ও সমৃদ্ধ দেশের রোডম্যাপ প্রকাশ করবেন। প্রযুক্তি ও মানবিকতার মেলবন্ধনে পডকাস্টটি দেশবাসীর জন্য সম্ভাবনার উজ্জ্বল দিগন্ত উন্মোচন করবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD