মতভেদ থাকলেও ঐক্যই আসল শক্তি: তাসনিম জারা

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে একসঙ্গে দাঁড়ানোই বড় শক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে তিনি লিখেন, “মতভেদ রাজনীতির স্বাভাবিক নিয়ম। মতপার্থক্য সত্ত্বেও একসাথে দাঁড়ানোর শক্তিই আমাদের আসল শক্তি।”
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ খুব কমই আসে। এ ধরনের মুহূর্তে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হওয়া গর্বের বিষয়। এখানে ভিন্নতার চেয়ে ঐক্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আর আমরা বিশ্বকে দেখাচ্ছি জনগণের প্রতি যৌথ দায়িত্বই সর্বাগ্রে।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়েছেন দেশের তিন রাজনৈতিক দলের পাঁচজন নেতা। তাঁদের মধ্যেই রয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।