Logo

‘সেফ এক্সিট’ প্রসঙ্গে উপদেষ্টা আসিফের মন্তব্যে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৫, ১৩:০৯
15Shares
‘সেফ এক্সিট’ প্রসঙ্গে উপদেষ্টা আসিফের মন্তব্যে
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ‘সেফ এক্সিট’ নিয়ে চলমান আলোচনার মধ্যে নতুন করে মুখ খুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় লেখেন, “যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব রয়েছে, তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে।”

তিনি আরও লিখেছেন, “৫ আগস্ট যারা দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের সহানুভূতিশীলরা এখন অস্থির হয়ে পড়ছে। ফ্যাসিস্টদেরই বারবার পালাতে হবে। আমরা এই মাটিতেই জন্মেছি, মৃত্যুও হবে এই দেশের মাটিতেই ইনশাআল্লাহ।”

বিজ্ঞাপন

এ ছাড়াও আসিফ মাহমুদ তার পোস্টে আরও উল্লেখ করেন, “ফ্যাসিস্ট ও খুনিদের বিরুদ্ধে লড়তে লড়তে আমার ভাইদের মতো শহীদী মৃত্যুই কামনা করি।”

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম একটি টেলিভিশন সাক্ষাৎকারে অভিযোগ করেন, “উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং সেফ এক্সিটের পরিকল্পনা করছে।”

ওই মন্তব্য নিয়ে সাংবাদিকরা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “তার (নাহিদ ইসলাম) বক্তব্যের সত্যতা প্রমাণ করার দায়িত্ব তারই। সেটা আমার খণ্ডন বা সাবস্ট্যান্টসিয়েট করার বিষয় নয়।”

বিজ্ঞাপন

‘সেফ এক্সিট’ প্রসঙ্গ ঘিরে এই পাল্টাপাল্টি মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD