Logo

বিয়ের সময় জানালেন ইশরাকের হবু স্ত্রী নুসরাত খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৫, ১৭:০৩
19Shares
বিয়ের সময় জানালেন ইশরাকের হবু স্ত্রী নুসরাত খান
ইশরাক হোসেন - নুসরাত খান | ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খান আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বারিধারায় পারিবারিকভাবে এই বাগদান অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

শনিবার (১১ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে বাগদানের খবর প্রকাশ করেন ব্যারিস্টার নুসরাত খান।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে জনাব ইশরাক হোসেনের ইনগেজমেন্ট সম্পন্ন হয়েছে।”

তিনি আরও জানান, আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সঙ্গে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য আপনাদের দোয়া কামনা করছি।”

বিজ্ঞাপন

এই সুখবরটি প্রকাশের পর বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন মহল থেকে নবদম্পতির প্রতি শুভেচ্ছা ও দোয়ার বার্তা আসছে সামাজিক মাধ্যমে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD