বর্তমান অস্থিরতার দায় কার, প্রশ্ন নুরের

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।
বিজ্ঞাপন
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, গণঅভ্যুত্থানের ঐক্য ও সংহতি বিনষ্ট এবং দেশের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির জন্য আপনি বা আপনারা কাকে বা কাদের দায়ী করবেন?
নুরের এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টটিতে ইতোমধ্যে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট ও এক হাজার ৬০০-এরও বেশি মন্তব্য এসেছে।
বিজ্ঞাপন
প্রতিক্রিয়ায় অনেকে দেশের অস্থির পরিস্থিতির জন্য রাজনৈতিক দল, প্রশাসন ও ব্যক্তিস্বার্থনির্ভর নেতৃত্বকে দায়ী করছেন।
রবিউল ইসলাম নামে একজন লিখেছেন, সব রাজনৈতিক দল ফেরেশতা নয়। সবারই কমবেশি দোষ আছে। সবচেয়ে বড় সমস্যা হলো প্রশাসনের এককভাবে দলীয়ভাবে কাজ করা।

আরেকজন নিয়াজ মাখদুম মন্তব্য করেন, শত শত ছাত্রের ত্যাগের বিনিময়ে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার পরও যারা নিজেদের স্বার্থে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, একদিন তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে।
বিজ্ঞাপন
হালিথ ইকবাল নামে একজন লিখেছেন, যারা ২৪-কে নিজেদের বাপ-দাদার সম্পত্তি বানিয়েছে, তারাই দায়ী।
সামাজিক যোগাযোগমাধ্যমে নুরুল হক নুরের এই পোস্ট ঘিরে চলছে নানা বিশ্লেষণ ও বিতর্ক। অনেকেই মনে করছেন, এটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণআন্দোলনের অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রতি তার ইঙ্গিত।








