Logo

‘নৌকা’ উপহার নিয়ে আলোচনায় সড়ক উপদেষ্টা, জনমত চাইলেন ফেসবুকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৫, ১৩:৫৫
28Shares
‘নৌকা’ উপহার নিয়ে আলোচনায় সড়ক উপদেষ্টা, জনমত চাইলেন ফেসবুকে
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানির দেওয়া একটি প্রতীকী ‘নৌকা’ উপহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। উপহারটি পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বিষয়টি নিয়ে নিজেই জনমত চেয়েছেন ফেসবুকে।

বিজ্ঞাপন

রবিবার (২ নভেম্বর) সকালে ফাওজুল কবির খান তার ফেসবুক প্রোফাইলে লেখেন, গত ১ নভেম্বর আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত তাকে মাঝিসহ পালতোলা নৌকার একটি প্রতিকৃতি উপহার দেন।

তিনি লেখেন, কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে উপহারটি গ্রহণ করি। এতে দূতাবাসের নামও লেখা আছে। লক্ষ্য করুন, এর সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞাপন

এরপর উপহারটির পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে তিনি ফেসবুকে চারটি বিকল্প দেন-

১. উপহারটি আলজেরিয়ার দূতাবাসে ফেরত পাঠানো (যা তার মতে অসৌজন্যমূলক ও হীনমন্যতাপ্রসূত হতে পারে),

২. সরকারি তোশাখানায় জমা দেওয়া,

বিজ্ঞাপন

৩. শৈলান প্রবীণ নিবাসে রাখা অথবা

৪. নিজে রেখে দেওয়া।

সবশেষে তিনি লেখেন, পাঠকদের পরামর্শ পেলে উপকৃত হব।

বিজ্ঞাপন

তার এই পোস্ট ঘিরে ফেসবুকে চলছে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া। কেউ কূটনৈতিক সৌজন্যের প্রশংসা করছেন, আবার কেউ প্রতীকের মিল নিয়ে ব্যাখ্যা চাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD