‘৮৩ কোটি টাকা খরচ করার পর কেন পালালেন আলী রীয়াজ?’

সাবেক ছাত্রনেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর সম্প্রতি নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করার পর কেন পালালেন আলী রীয়াজ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দিন, কিন্তু মাঠও ছিল না, পুরোহিতও ছিল না। এতদিন মাঠে এবং পুরোহিত হিসেবে আলী রীয়াজ ড. ইউনূসের পক্ষে কাজ করতেন।
এক টেলিভিশন টকশোতে মোশাররফ আহমেদ আরও উল্লেখ করেন, “৮৩ কোটি টাকা খরচ করার পর এখন বলেন রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। তাহলে শুরুতেই বলতেন যে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে দিন। আমাদেরকে পাঁচ-দশটি বিষয় নিয়ে মতামত দেন। রাজনৈতিক দলগুলো দুই মাস, বা এক মাসের মধ্যে সিদ্ধান্ত দিতেই পারত। এখন নয় মাস পরে কেন বলা হলো?”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “এর আগে চার মাস হজপজ, বুকিশসহ বিভিন্ন কার্যক্রমে কাটিয়েছেন। এসব অন্য সময়ে করা যেত। গণ-অভ্যুত্থানের সময় মানুষের ধৈর্য কম থাকে, সহিষ্ণুতা কম থাকে, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক থাকে, নিরাপত্তা ও প্রতিরক্ষা ঝুঁকিপূর্ণ থাকে। এমন সময়ে ১৪ মাস ব্যয় করা হয়েছে।”
মোশাররফ বলেন, “আমি ড. ইউনূসের বিরুদ্ধে নয়। তবে তার কাছ থেকে আমার প্রত্যাশা ছিল। কিন্তু তিনি যে ‘মূষিক’ প্রসব করেছেন, সেই কারণে আমি তার সমালোচনা করি।”
বিজ্ঞাপন
তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সময়মতো পদক্ষেপ না নেওয়াকে কেন্দ্র করে উক্ত সমালোচনা করেন এবং দাবি করেন, সঠিক পরিকল্পনা ও সময়মতো সিদ্ধান্তের অভাবে এ ধরনের ব্যয় ও বিভ্রান্তি ঘটেছে।
এই মন্তব্য থেকে স্পষ্ট হচ্ছে, মোশাররফের অভিযোগ একদিকে সময় ব্যবস্থাপনা ও অর্থনৈতিক দিক, অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীলতার অভাবকে কেন্দ্র করে।








