Logo

সর্বমিত্র চাকমার ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকার প্রতিক্রিয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১৫:০১
118Shares
সর্বমিত্র চাকমার ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকার প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, একজন বৃদ্ধ লোকের মোবাইল কেড়ে নিয়ে দৌড়ানো এক ছাত্র সর্বমিত্রের কাছে অভিযোগ জানাচ্ছে। তবে সর্বমিত্র হেসে বলেন, ‘মুরব্বী মানুষ যা করেছেন, ভালো করেছেন। সিনিয়র সিটিজেনদের সম্মান করা উচিত।’

ভিডিওটি শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। শেয়ার করার সঙ্গে তিনি লিখেছেন, ‘অনেক চেষ্টা করেছি শেয়ার না দিতে, তবে পারলাম না। ভাই, এটা কী ছিল?’

বিজ্ঞাপন

ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় ছাত্রশিবিরের নেতৃত্বে ডাকসু দুই সপ্তাহ ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। ‘অবৈধ’ দোকান, উদ্বাস্তু, ভবঘুরে ও নেশাগ্রস্তদের উচ্ছেদ করার পাশাপাশি মারধর ও হেনস্তার অভিযোগও উঠেছে। শুরুতে অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুয়ায়ের, পরে সক্রিয়ভাবে দেখা যায় সর্বমিত্রকে। বিশেষ করে গত মঙ্গলবার রাতে বৃদ্ধকে লাঠি হাতে শাসানোর ঘটনায় তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD