পলাতক হাসিনা–হাছানের ফোনালাপ ফাঁস, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের একটি কথিত ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২২ নভেম্বর) ফাঁস হওয়া এই অডিও নিয়ে অনলাইনে তুমুল আলোচনা চলছে।
হেলাল উদ্দিন নামে এক সাংবাদিক তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অডিওটি প্রকাশ করেন বলে জানা যায়। পরে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরও এটি তার ভেরিফায়েড অ্যাকাউন্টে শেয়ার করেন। তবে অডিওটির সত্যতা নিশ্চিত করা যায়নি।
বিজ্ঞাপন
কথিত অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়- ‘‘আমি কারফিউ-টারফিউ দিলাম...। আমি কিন্তু ঠিক করছিলাম রাষ্ট্রপতির কাছে যাব... লিখে-টিকে (পদত্যাগপত্র) সব রেডি করছি... কারণ এভাবে মানুষ মাইরা থাকার কোনো মানে হয় না।’’
এসময় হাছান মাহমুদকে বলতে শোনা যায়, ‘‘ইমার্জেন্সি দেন।’’

জবাবে কথিতভাবে হাসিনা বলেন— ‘‘ইমার্জেন্সি দিয়ে লাভ হবে কী? যেটুকু রুল ওই টুকুই তো... এর বেশি হয় না। এই জন্য রাষ্ট্রপতির কাছে (পদত্যাগপত্র) দিয়ে আসলে... তারা যা কিছু করার করুক। কারণ এভাবে আর সম্ভব না। বলছি... ২৪ ঘণ্টা সময় নিতে... দেখা যাক কী করে...। আমি বলেছি... আমি কিন্তু থাকবো না, অসম্ভব, এ দেশে আর না।’’
বিজ্ঞাপন
অডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
তবে অডিওটি প্রকৃত কি না—তা নিয়ে এখনো কোনো সরকারি বা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।








