ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে মেটা।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকে তার ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পেজটিতে প্রায় ২২ লাখ অনুসারী ছিল।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে বিভিন্ন স্থানে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় ছাড়াও ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক উস্কানিমূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। এসব ঘটনার পরই শুক্রবার রাত থেকে তার পেজটি আর দৃশ্যমান নেই।
বিজ্ঞাপন
মেটার পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।







