Logo

লিটনকে নিয়ে যা জানালেন প্রধান নির্বাচক

profile picture
জনবাণী ডেস্ক
৬ এপ্রিল, ২০২৪, ২৪:২৪
44Shares
লিটনকে নিয়ে যা জানালেন প্রধান নির্বাচক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টেও চরমভাবে ব্যর্থ হন তিনি

বিজ্ঞাপন

ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ওপেনার ব্যাটার লিটন কুমার দাসের। বরাবরই ব্যর্থতার গল্প লিখছেন চলেছেন এই ব্যাটার। একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে স্কোয়াড থেকেও বাদ পড়েছেন ক্লাসিক এই ব্যাটার।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টেও দায়িত্বজ্ঞান-হীনভাবে আউট হয়ে ফিরে যান উইকেটকিপার এই ব্যাটার। চট্টগ্রাম টেস্টেও চরমভাবে ব্যর্থ হন তিনি।

বিজ্ঞাপন

এদিকে শ্রীলঙ্কা সিরিজ শেষ করে টাইগারদের ভাবনায় এখন শুধুই টি-টোয়েন্টি বিশ্বকাপ রযেছে। বৈশ্বিক এই টুর্নামেন্টের এখনও দুই মাস বাকি রয়েছে। তবে এখন থেকেই আসন্ন বিশ্বকাপের দল গুছানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রাথমিক সেই তালিকায় লিটন কুমারও আছে তাই বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ এপ্রিল) মিরপুরে সংবাদমাধ্যমে কথা বলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময়ে লিটন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে লিটনের বিকল্প ক্রিকেটার নেই বিসিবির হাতে। তাই তাকে নিয়েই আমাদের সামনে এগোতে হচ্ছে। তবে বারবার সুযোগ পেয়ে কাজে না লাগাতে পারায় লিটনের ওপর কিছুটা হতাশ প্রদান নির্বাচক লিপু।

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, আমরা লিটনকে আরও একটা সুযোগ চট্টগ্রামে দিয়েছিলাম। ক্রিকেটারদের নিজেদের একটা রিয়ালাইজেশনে আসা উচিত।

বিজ্ঞাপন

এদিকে দিন কয়েক আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, লিটন দাসের এখন বিশ্রাম দরকার। তাই লিটনকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে লিপুর ভাষ্য, প্রেসিডেন্ট (পাপন) কী বলছেন, সেটা তার বিষয়। আমাদের হাতে এখন পর্যাপ্ত বিকল্প নেই। এবারের বিশ্বকাপে দল নিয়ে আর কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়।

বিজ্ঞাপন

অন্যদিকে বিশ্বকাপকে সামনে রেখে একটি ফিটনেস ক্যাম্প করবে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সিরিজের আগেই এই ক্যাম্প শুরু হবে। প্রধান নির্বাচকের ভাষ্যমতে, এপ্রিল মাসের ২০ থেকে ২২ তারিখের মধ্যে ছুটিতে থাকা জাতীয় দলের সব কোচ নিজ নিজ দায়িত্বে ফিরবেন।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD