এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে একপেশে জয় ভারতের

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে নিয়ে ম্যাচ মানেই আলাদা আগ্রহ, তবে এবারও মাঠে তার ছিটেফোঁটাও দেখা গেল না। একপেশে লড়াইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারত, সঙ্গে নিশ্চিত করল সুপার ফোরে জায়গা প্রায় পাকা।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের সামনে ভুগতে থাকে পাকিস্তান। শুরুতেই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। শাহিবজাদা ফারহান কিছুটা প্রতিরোধ গড়লেও অন্য প্রান্তে আসা-যাওয়ার মিছিল চলতে থাকে। শেষ দিকে শাহিন আফ্রিদির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ১২৭ রানে থামে পাকিস্তান।
আরও পড়ুন: বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা
ছোট লক্ষ্য তাড়ায় নেমে ভারতীয় ওপেনার শুভমান গিল দ্রুত আউট হলেও অভিষেক শর্মা আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন তিনি। পরে সূর্যকুমার যাদব ও তিলক বার্মা দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই জয় নিশ্চিত করেন। ৩৭ বলে অপরাজিত ৪৭ রান করেন ভারতীয় অধিনায়ক সূর্য।
বিজ্ঞাপন
পাকিস্তানের হয়ে একমাত্র সাফল্য এসেছে সাইম আইয়ুবের হাত থেকে, যিনি বল হাতে নিয়েছেন তিন উইকেট। তবে ব্যাট হাতে তিনি ছিলেন ব্যর্থ।
শেষ পর্যন্ত মাত্র ১৫.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত, আর পাকিস্তান আবারও চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হেরে হতাশায় ডুবে যায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন