আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতা আনলো পাকিস্তান

লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফাহিম আশরাফ ও সালমান মির্জার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনলো।
বিজ্ঞাপন
প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়াররা পাকিস্তানের বোলিং চাপ সহ্য করতে পারলো না। আশরাফ মাত্র ২৩ রান খরচে চারটি উইকেট নেন, আর মির্জা ১৪ রানে তিনটি উইকেট শিকার করেন। ফলে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১১০ রানে।
টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব ৩৮ বলে অপরাজিত ৭১ রান করেন, যেখানে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা। বাবর আজম অপরাজিত ১১ রান যোগ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বিজ্ঞাপন
এই ম্যাচে বাবর আজম একটি নতুন রেকর্ডও গড়েছেন। তিনি ভারতের রোহিত শর্মাকে ছাড়িয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। বাবরের মোট রান এখন ৪,২৩৪ (১৩০ ম্যাচে), যেখানে রোহিতের রান ৪,২৩১ (১৫৯ ম্যাচে)।
পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা বলেন, “আগের ম্যাচে হেরেছি, তবে আজ বোলিং দারুণ হয়েছে। আশা করি, শেষ ম্যাচেও একই পারফরম্যান্স দেখাতে পারব।”
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডোনোভান ফেরেইরা মন্তব্য করেন, “আমাদের ব্যাটিং ব্যর্থ হয়েছে। প্রয়োজনীয় রান তুলতে পারিনি। শেষ ম্যাচে ফিরে আসতে হবে শক্তিশালী হয়ে।”
সিরিজের নির্ধারণী তৃতীয় ম্যাচটি লাহোরে অনুষ্ঠিত হবে।








