টি-টোয়েন্টিতে ফিরেই আবারও সিংহাসন বুঝে নিলেন বাবর

দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দীর্ঘদিন পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরে আসা বাবর আজম প্রমাণ করলেন, তিনি এই ফরম্যাটের একমাত্র আধিপত্যশীল ব্যাটার। প্রথম ম্যাচে ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে ১১ রানে অপরাজিত থাকতেই বাবর শীর্ষে উঠে যান এবং রোহিত শর্মাকে পেছনে ফেলে দেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাবরের ইনিংসটি সহজ জয় এনে দেয় পাকিস্তানের। সাইম আইয়ুবের অপরাজিত ৭১ রানের ইনিংসের সঙ্গে বাবরের অবদান মিলে ৪১ বল বাকি থাকতে পাকিস্তান জিতে নেয় ৯ উইকেটে।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের খেতাবের জন্য বাবরকে দরকার ছিল মাত্র ৯ রান। তিনি মাঠে নেমেই প্রথম বলেই একটি অসাধারণ কাভার ড্রাইভে চার হাঁকান। এরপর মাত্র ১১ বল খেলে বাবর শীর্ষে উঠে যান।
বিজ্ঞাপন
এখন বাবরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২৩ ইনিংসে ৪,২৩৪ রান। এর আগে শীর্ষে ছিলেন রোহিত শর্মা, যার ১৫১ ইনিংসে ৪,২৩১ রান। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন বিরাট কোহলি (১২৫ ইনিংসে ৪,১৮৮ রান)। শীর্ষ পাঁচের মধ্যে অন্য দুই ক্রিকেটার হলেন ইংল্যান্ডের জস বাটলার (১৪৪ ইনিংসে ৩,৮৬৯) এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং (১৫৩ ইনিংসে ৩,৭১০)।
রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর, জস বাটলার এখন বাবরের একমাত্র মূল প্রতিদ্বন্দ্বী।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টিতে শীর্ষ পাঁচ সর্বোচ্চ রান সংগ্রাহক
১. বাবর আজম – ৪,২৩৪
২. রোহিত শর্মা – ৪,২৩১
বিজ্ঞাপন
৩. বিরাট কোহলি – ৪,১৮৮
৪. জস বাটলার – ৩,৮৬৯
৫. পল স্টার্লিং – ৩,৭১০








