ক্রিকেটারদের উদ্দেশে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান, হতাশ ড্যারেন সামি

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি বিরূপ আচরণে হতাশ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি।
বিজ্ঞাপন
সিরিজ জুড়ে গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ, কিন্তু মাঠের পারফরম্যান্সে হতাশ হয়ে স্বাগতিক সমর্থকরা খেলোয়াড়দের উদ্দেশে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান তুলেছেন। এই আচরণ ভালোভাবে নিতে পারেননি সাবেক ক্যারিবীয় অধিনায়ক।
সামি বলেন, ‘বাংলাদেশের সমর্থকরা সবসময় অসাধারণ। আমি এখানে বহুবার এসেছি, তাদের ভালোবাসা ও আবেগ আমাকে মুগ্ধ করে। তবে এবার খেলোয়াড়দের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, সেটা পছন্দ করিনি। আমি শুনেছি তারা ‘ভুয়া-ভুয়া’ বলেছে—এর মানে কী? প্রত্যেক খেলোয়াড়ই মাঠে নিজের সেরাটা দিতে চায়, সমর্থকদের উচিত তাদের পাশে থাকা।’
বিজ্ঞাপন
বাংলাদেশে প্রথমবার নয়, প্রায় দেড় দশক ধরে এই দেশকে চেনেন সামি। ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলনে তিনি স্থানীয় নেট বোলারদের প্রতিও প্রশংসা করেছেন। সম্প্রতি এক তরুণ বোলারকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলানোর গুঞ্জন উঠলেও তা নাকচ করেন এই কোচ।
তার ভাষায়, ‘না, আমি এমন কিছু বলিনি। জানি না এসব গুজব কোথা থেকে এলো। তবে আমি বলতে পারি, এখানে অনেক প্রতিভাবান বোলার আছে। আমরা নেটে তাদের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছি এবং ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি।’
বিজ্ঞাপন
বাংলাদেশ সফর শেষে ড্যারেন সামির এই মন্তব্য আবারও মনে করিয়ে দিল—সমর্থন মানে শুধু জয়-পরাজয়ের সঙ্গে সম্পর্কিত নয়, বরং কঠিন সময়েও দলের পাশে থাকা একান্ত প্রয়োজন।








