Logo

বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৫৮
7Shares
বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা
ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রক্রিয়া। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিসিবির বোর্ডরুমে অনুষ্ঠিত এক সভায় এই নির্বাচন সংক্রান্ত রূপরেখা ও সময়সূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সভা শেষে জানা যায়, চূড়ান্ত করা হয়েছে বিসিবি নির্বাচনের তপশিল। আগামী ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। এরপর ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের সময়সীমা নির্ধারিত হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।

বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, অক্টোবর মাসে বিসিবির যে নির্বাচন হবে, সেটার ব্যাপারে ধাপে ধাপে কিছু প্রক্রিয়া চলছে। তিনজন নির্বাচন কমিশনার দায়িত্ব বুঝে নিয়েছেন। আমাদের কিছু পরিষ্কার ধারণার প্রয়োজন ছিল, সেটি নিয়েই আলোচনা হয়েছে। আমরা প্রক্রিয়াটা কেমন হবে, কখন কীভাবে চিঠি যাবে এসব বিষয় নিয়েই সভায় আলোচনা করেছি।

আগামী বিসিবির নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে কাউন্সিলররা ভোট দেবেন।

১.ক্যাটাগরি-ওয়ান: বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক।

২.ক্যাটাগরি-টু: ক্লাব প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।

৩.ক্যাটাগরি-থ্রি: সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্য থেকে একজন নির্বাচিত হবেন।

এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুইজন পরিচালক মনোনীত হবেন। সব মিলিয়ে ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবির সভাপতি।

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আগামী অক্টোবরে জমে উঠছে বোর্ড নির্বাচনের উত্তাপ।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD