পরিসংখ্যানে ভারতের দাপট, শেষ যে দিন জিতেছিল পাকিস্তান

দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় ভারত-পাকিস্তান লড়াই দেখার সুযোগ আসে কেবল বড় টুর্নামেন্টে। তাই এশিয়া কাপ কিংবা আইসিসির ইভেন্ট মানেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ঘিরে বাড়তি উন্মাদনা।
বিজ্ঞাপন
তবে সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সের বিচারে পাকিস্তান একেবারেই পিছিয়ে। যতটা উত্তেজনা নিয়ে খেলা শুরু হয়, শেষ পর্যন্ত ফলাফলে দাপট দেখায় ভারতই। ১৯৮৪ সালে এশিয়া কাপ শুরুর পর এবারই প্রথমবার ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ২৮ হাজার আসনের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।
টি-টোয়েন্টিতে ভারতের আধিপত্য
বিজ্ঞাপন
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চালুর পর থেকে এখন পর্যন্ত দুই দল ১৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে ১২ ম্যাচেই জিতেছে ভারত। প্রথম ম্যাচেই (২০০৭ সালে) টাই হওয়ার পর সুপার ওভারে জয় পেয়েছিল ভারত। অন্যদিকে, পাকিস্তান মাত্র ৩ বার জয়ের দেখা পেয়েছে, এর মধ্যে দুটিই দুবাইতে।
পাকিস্তানের শেষ হাসি
ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ জয় আসে ২০২২ এশিয়া কাপে। সুপার ফোরে সেই ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের ৭১ এবং মোহাম্মদ নওয়াজের ৪১ রানের ইনিংসে ভর করে জয় পায় তারা। এরপর থেকে আবারও ধারাবাহিকভাবে হেরে আসছে পাকিস্তান।
বিজ্ঞাপন
এশিয়া কাপের পরিসংখ্যান
ভারত রেকর্ড ১১ বার এশিয়া কাপের ফাইনালে খেলেছে, যার মধ্যে ৭ বার হয়েছে চ্যাম্পিয়ন। পাকিস্তান ফাইনাল খেলেছে ৫ বার, শিরোপা জিতেছে ২০০০ ও ২০১২ সালে।
টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ প্রথম হয় ২০১৬ সালে (চ্যাম্পিয়ন ভারত)। ২০২২ আসরে শ্রীলঙ্কা শিরোপা জেতে পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তান এখনও টি-টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি।








